
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ১০টি ইউনিয়নেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিনিধি নির্বাচন করে মনোনয়ন পত্র শরীয়তপুর নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। বর্তমান আওয়ামীলীগ সরকার দলীয় নৌকা মার্কার প্রার্থীরা খোলামেলাভাবে মিছিল নিয়ে তাদের মনোনয়ন পত্র জমা দিলেও অন্যান্য প্রার্থীদের মনোনয়ন চুপচাপ করেই জমা করেছেন বলে জানা যায়। রবিবার ১৭ অক্টোবর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। তাই আজ আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কা প্রার্থী রুদ্রকর ইউনিয়নের আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী, আংগারিয়া ইউনিয়নের নৌকা প্রার্থী আসমা আকতার, ডোমসার ইউনিয়নের নৌকা প্রার্থী মিজান মোহাম্মদ খান, শৌলপাড়া ইউনিয়নের নৌকা প্রার্থী আলমগীর হোসেন ও চন্দ্রপুর ইউনিয়নের নৌকা প্রার্থী আ: সালাম খানসহ অন্যান্য নৌকা প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমাদান শেষে আওয়ামীলীগের নৌকা সমর্থিত প্রার্থীরা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে তৃনমূল পর্যায়ে ইউনিয়নের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। যদি আপনারা ইউনিয়নবাসী নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনা ও ইকবাল হোসেন অপুর হাতকে শক্তিশালী করতে পারেন, তাহলে আমাদের ইউনিয়ন হবে একটি আদর্শ ডিজিটাল মডেল ইউনিয়ন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |