Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর টিটিসি’র অধ্যক্ষ স.ম. জাহাাঙ্গীর হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মো. নিজাম হোসেন ও বিআরটিএ শরীয়তপুরের মোটরযান পরিদর্শক মো. মাহবুবুর রহমানসহ সড়ক পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আলোচনায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের মালিক, চালক, পথচারিসহ সকলকে দায়িত্ব পালনের আহবান জানান। তারা আরও বলেন, শুধু কোন এক পক্ষের সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে সড়ককে নিরাপদ করতে।