Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে ভোট সুষ্ঠু হলে শতকরা ৮০% ভোট প্রত্যাশী পারভীন বেগম

শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে ভোট সুষ্ঠু হলে শতকরা ৮০% ভোট প্রত্যাশী পারভীন বেগম
শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে ভোট সুষ্ঠু হলে শতকরা ৮০% ভোট প্রত্যাশী পারভীন বেগম

আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী রুদ্রকর ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী পারভীন বেগম ভোটারের বাড়ী বাড়ী হেটে চলছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১কে ঘিরে চলছে পারভীন বেগমের ব্যাপক প্রচার-প্রচারণা। পারভীন বেগম নানা কৌশলে ভোটারের মনের ভিতর জায়গা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল, দুপুর, গভীর রাত পর্যন্ত জনসংযোগে সময় ব্যয় করে যাচ্ছেন। ভোট চাওয়ায় বসে নাই প্রার্থী সমর্থক আত্মীয়-স্বজনরাও। পারভীন বেগম হলেন রুদ্রকর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চররোসন্ধি গ্রামের আব্দুল কাদের তালুকদারের স্ত্রী।

নির্বাচনী প্রচারণা সম্পর্কে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী পরভীন বেগম বলেন, আমি রুদ্রকর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী। আমি এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুদ্রকর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচনে যদি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তাহলে শতকরা ৮০% ভোট পেয়ে নির্বাচিত হবো বলে আশাবাদী। তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার নির্বাচনী এলাকার অসম্পন্ন কাজ সম্পন্ন করা সহ ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।