Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আংগারিয়া ইউপি’তে সুষ্ঠ নির্বাচন হলে, তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ খুশি থাকবে: আনোয়ার হোসেন হাওলাদার

আংগারিয়া ইউপি’তে সুষ্ঠ নির্বাচন হলে, তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ খুশি থাকবে: আনোয়ার হোসেন হাওলাদার
আংগারিয়া ইউপি’তে সুষ্ঠ নির্বাচন হলে, তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ খুশি থাকবে: আনোয়ার হোসেন হাওলাদার

শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, শরীয়তপুর সদর উপজেলার অন্তর্গত আংগারিয়া ইউনিয়নে সুষ্ঠ নির্বাচন হলে, তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ খুশি থাকবে। কারন, তৃনমূল আওয়ামীলীগের চাপে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন দাখিল করেছি। আমি আওয়ামীলীগ থেকে নৌকা মার্কার মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমার জনসমর্থন যাচাইবাছাই না করে, নৌকা মার্কার মনোনয়ন অন্য একজন মহিলাকে দেয়া হয়েছে, যা তৃনমূল আওয়ামীলীগের অধিকাংশ জনগণ মেনে নেয়নি। তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ আমাকে সমর্থন দিয়ে মনোনয়নের টাকা দাখিল করতে বললে, আমি মনোনয়নের টাকা দাখিল করি। তিনি বলেন, যাকে আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয়েছে, তার মননোয়নে আংগারিয়া ইউনিয়নের বিএনপি’তে খুশির হাওয়া বইছে। কারন, আসমা আকতার-এর পিতার পরিবারের সকলেই বিএনপি। তার বড় ভাই আবদুল হক মোড়ল জেলা বিএনপি’র সহ-সভাপতি। যাদের দ্বারা আওয়ামীলীগ সবসময় নির্যাতন ভোগ করেছে।

তিনি বলেন, আসমা আকতার ও তার সমর্থক বিএনপি’র একাংশ নৌকার মনোনয়ন পেয়েই আংগারিয়ার তৃনমূল আওয়ামীলীগের উপর অত্যাচার শুরু করেছে। ইতিমধ্যে মোজাম্মেল সরদার নামে একজন আওয়ামীলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে ৮-৯টি কোপ দিয়ে আহত করেছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দেলোয়ার সরদারকেও আংগারিয়া বাজারে লাঞ্চিত করেছে নৌকা মার্কার বিএপি’র লোকজন।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমি জয়লাভ করবো, এ কথা জেনেই আমার প্রতিদ্বন্দ্বি আসমা আকতার আমার কর্মীদের উপর অত্যাচার-অবিচার চালাচ্ছে এবং আমাকে নানাধরনের হুমকি-ধমকি দিচ্ছে। শেষে তিনি বলেন, জোর করে হুমকি-ধামকি নয়, ভোটের মাধ্যমে জনগণের সঠিক রায় নিন; এমনই কথা ছুড়ে দেন নৌকা মার্কা প্রার্থী আসমা আকতারকে।