Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন

সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন
সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখার আয়োজনে বিজয়া পুনর্মিলনী-১৪২৮ উপলক্ষে সম্প্রীতি বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৫ অক্টোবর দুপুর ১২টায় পালং মডেল থান সংলগ্ন মহাদেব জিউ মন্দিরে অনুষ্ঠিত সভায় সংগঠনের জেলা কমিটির আহবায়ক সুশীল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. হেমন্ত দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যজিৎ ঘোষ, হিন্দু মহাজোটের জেলা কমিটির সদস্য রবীন্দ্রনাথ হালদার, জেলা কমিটির সদস্য পঞ্চ মন্ডল, সদর উপজেলার সাধারণ সম্পাদক অসীম মন্ডল আকুল, সদর উপজেলা কমিটির প্রচার সম্পাদক পলাশ গাইন, নড়িয়া উপজেলার সভাপতি রতন কুমার দে, সহ-সভাপতি সুশান্ত দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত ঘোষ, গোপাল দত্ত, অনন্ত দাস, সাংগঠনিক সম্পাদক শ্যামল বাছার, বিনোদপুর ইউনিয়ন হিন্দু মহাজোট সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক জগন্নাথ মন্ডল, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি জয়রাম বনিক, সাধারণ সম্পাদক সুমন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, হিন্দু ছাত্র মাহাজোট জেলা শাখার নেতা রাজ কুমার দেবনাথ, সাগর শীল, নিশির দাস, রূপম ভাওয়াল প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত সময়ে হিন্দু নির্যাতনে বিচার হীনতার কারণে পরপর সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলছে। বক্তাগণ দাবী করেন, অতি দ্রুত সময়ে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এছাড়াও জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তণ করতে হবে।

পরে পুলিশ সুপারের অস্থায়ী কার্যালয়ের পাশের রাস্তায় বিকাল ৩টায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট জেলা শাখার যুগ্ম-আহবায়ক এডভোকেট রাধা রাণী বিশ্বাস, এডভোকেট নিরঞ্জন সরকার প্রমূখ।