
শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ২৫ অক্টোবর সোমবার অনলাইন প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণে সফল ফ্রিল্যান্সারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শরীয়তপুর জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেণ্ট (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় শরীয়তপুর জেলায় (লট নং-০৭) অনলাইন প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণে সফল ফ্রিল্যান্সারদের মাঝে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রাজিবুল আলম।
পুরস্কার বিতরণ কালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কাজ শেখানোর উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। এছাড়া ইংরেজিতে দক্ষ যেকেউ ইন্টারনেট সংযুক্ত পিসি থাকলে ঘরে বসে দেশের যেকোনো প্রান্ত থেকে এ কোর্স করার সুযোগ পাচ্ছেন। সরকার তরুণদের মাঝে ফ্রিল্যান্সিং ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে।
ওয়েব ও গ্রাফিকস ডিজাইন, ওয়ার্ড প্রেস, এসইও, ই-মেইল মার্কেটিং এবং আর্টিকেল রাইটিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন ই-বুক ও পেনড্রাইভের মাধ্যমে কিংবা ওয়েবসাইট থেকে ফ্রি ভিডিও টিউটোরিয়াল দেখার সুযোগ রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |