
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মোটেক্স বিম সখিপুর সুপার লীগ-২০২১ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৬ অক্টোবর বিকাল ৫টায় সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালি ছেলে-মেয়েরা কৃতিত্ব দেখাচ্ছেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। তবে যারা জয়ী হতে পারেননি তাদেরও নিরাশ হওয়ার কিছু নাই। চেষ্টা চালিয়ে গেলে একদিন বিজয় অর্জন সম্ভব হবে। এজন্য বেশি বেশি চর্চা করতে হবে।’
এনামুল হক শামীম বলেন, ‘প্রতিটি স্কুলের খেলার মাঠের উন্নয়নের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। সব বদ-অভ্যাস ও মোবাইলের খারাপ আশক্তি হওয়া থেকে দূরে থাকুন। শিগগিরই সখিপুরে একটি খেলার স্টেডিয়াম করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |