
পুর্ব শত্রুতার জেরে শরীয়তপুর সদর উপজেলা পালং ইউনিয়ন ১নং ওয়ার্ড পুর্ব কোটাপাড়া গ্রামে ইউপি মেম্বার প্র্রার্থী মোঃ সামসুল হক ছৈয়াল এর পুত্র মোঃ শামীম ছৈয়াল (২২) কে প্রাণনাশের হুমকি দিয়েছে অপর মেম্বার প্রার্থী ও তার সর্মাথকরা।
এই ঘটনাকে, কেন্দ্র করে মেম্বার প্রার্থী সামসুল হক ছৈয়াল, প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী সেলিম শেখ সহ ৪ জনকে বিবাদী করে পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউপি মেম্বার প্রার্থী সামসুল হক ছৈয়াল গণমাধ্যম কে জানান, গত ২৪ অক্টোবর রবিবার রাত ৮টার দিকে আমার প্রতিদ্বন্দ্বী সেলিম শেখ ও তার সমর্থকদের নিয়ে আমার বাড়ির নিকট এসে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করলে, আমার ছোট ছেলে শামীম ছৈয়াল গালি গালাজের কারণ জানতে চাইলে আমার ছেলেকে এলোপাতাড়ি মারপিট করে ও প্রাণনাশের হুমকি দেয় এবং তার পরাজয় বুঝতে পেরে আমাকে নির্বাচনী মাঠ ছেড়ে চলে যেতে বলে। আমি উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টাান্ত মূলক শাস্তি এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী সেলিম শেখকে বার বার মুঠোফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি।
পালং মডেল থানার ওসি (তদন্ত) এস.এম আতিকউল্লাহ্ বলেন, থানায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |