
শরীয়তপুরে আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২১ এর দ্বিতীয় ধাপে ১০টি ইউনিয়নের মনোনয়নপত্র প্রত্যাহারের পর ০৩(তিন) চেয়ারম্যান, ০৪(চার) সংরক্ষিত মহিলা সদস্য ও ১৫(পনের) মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
মঙ্গলবার ২৬ অক্টোবর শৌলপাড়া, চন্দ্রপুর ও ডোমসার ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সোহরাব হোসেন, বিনোদপুর, চিতলিয়া ও তুলাসার ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, পালং ও মাহমুদপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহীদ হোসেন এবং আংগারিয়া ও রুদ্রকর ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা শিক্ষা অফিসার মো: তাজুল ইসলাম চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং সাধারন আসনের সদস্যদের এ তথ্য প্রদান করেন।
চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ সংরক্ষিত মহিলা আসনের ০১ জন ও ০৩ জন মেম্বার প্রার্থী; চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদসহ ০৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ০৯ জন মেম্বার প্রার্থী ও বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এছাড়া রুদ্রকর ইউনিয়নে ০১ জন মেম্বার প্রার্থী ও মাহমুদপুর ইউনিয়নে ০২ জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
উল্লেখ্য, ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং সাধারন আসনের সদস্যদের মধ্যে বাছাই পর্বে চন্দ্রপুর ইউনিয়নে ০২ জন চেয়ারম্যান প্রার্থী(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন ও স্বতন্ত্র ০১ জন), ১৪ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ৩৬জন সাধারন আসনের সদস্য, শৌলপাড়া ইউনিয়নে চেয়ারম্যান ০৬ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী ০১ জন ও স্বতন্ত্র প্রার্থী ০৩ জন), ০৭ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ২৫ জন সাধারন আসনের সদস্য, ডোমসার ইউনিয়নে চেয়ারম্যান ০৪ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ০১ জন ও স্বতন্ত্র ০২ জন), ০৯ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ৩০ জন সাধারন আসনের সদস্য, তুলাসার ইউনিয়নে চেয়ারম্যান ০৪ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ০১ জন, স্বতন্ত্র প্রার্থী ০২ জন), ০৯ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ৩১জন সাধারন আসনের সদস্য, চিতলিয়া ইউনিয়নে চেয়ারম্যান ০৪ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ০১ জন, স্বতন্ত্র প্রার্থী ০২ জন), ১২জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ৪৮ জন সাধারন আসনের সদস্য, বিনোদপুর ইউনিয়নে চেয়ারম্যান ০৩ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ০১ জন, স্বতন্ত্র প্রার্থী ০১ জন), ১৪ জন
সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ৩৯ জন সাধারন আসনের সদস্য, রুদ্রকর ইউনিয়নে চেয়ারম্যান ০৩ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ০১ জন, স্বতন্ত্র প্রার্থী ০১ জন), ১৩ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ৪০ জন সাধারন আসনের সদস্য, আংগারিয়া ইউনিয়নে চেয়ারম্যান ০৬ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ০১ জন, স্বতন্ত্র প্রার্থী ০৪ জন), সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ১০ জন এবং ৫৩ জন সাধারন আসনের সদস্য, পালং ইউনিয়নে চেয়ারম্যান ০৫ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ০১ জন, স্বতন্ত্র প্রার্থী ০৩ জন), ১২ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ২৫ জন
সাধারন আসনের সদস্য ও মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান ০৬ জন(আওয়ামীলীগ প্রার্থী ০১ জন ও স্বতন্ত্র প্রার্থী ০৫ জন, ০৭ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং ৩৮ জন সাধারন আসনের সদস্য- কে বৈধ ঘোষনা করা হয়।