
আসন্ন শরীয়তপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ চিতলিয়া ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
যে নির্বাচনের মাধ্যমে শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়ন এক অনন্য রেকর্ড গড়লো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চিতলিয়ার আওয়ামীলীগের নৌকা মার্কার চেয়ারম্যান হারুন-অর-রশিদ হাওলাদার ও ১নং ওয়ার্ডের সাধারণ মেম্বার আব্দুল হাই মৃধা, ২নং ওয়ার্ডের সাধারণ মেম্বার সোলায়মান, ৩নং ওয়ার্ডের সাধারণ মেম্বার নান্নু মাল, ৮নং ওয়ার্ডের সাধারণ মেম্বার অলিল সরদার ও ৯নং ওয়ার্ডের সাধারণ মেম্বার আজিজুল হক ঢালী সূত্রে জানা যায়, চিতলিয়া ইউনিয়নে যারা মনোনয়ন পেয়েছে, তাদের যোগ্যতা বিশ্লেষন করেই মনোনয়ন দেয়া হয়েছে। চিতলিয়াবাসী আওয়ামীলীগের প্রশ্নে এক ও অনন্য।
তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হারুন-অর-রশিদ হাওলাদারকে নির্বাচিত করা হয়েছে। যারা প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ছিল, তারা সকলেই আওয়ামীলীগেরই স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য স্বতন্ত্র প্রার্থী হলেন চিতলিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম হাওলাদার। ইউনিয়নের শান্তি শৃংখলা বজায় রাখতে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হারুন-অর-রশিদ হাওলাদারকে আব্দুস ছালাম হাওলাদার সমর্থন দিয়েছে।
যার ফলেই হারুন-অর-রশিদ হাওলাদারের বিনা প্রতি প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সহজ হয়। পরে সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারগণকে নিয়ে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হারুন-অর-রশিদ হাওলাদার ও সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম হাওলাদার সমঝোতার মাধ্যমে ৩টি সংরক্ষিত মহিলা আসনের ০৩(তিন) জন ও ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্যদের ০৯(নয়) জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেন।
এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা বলেন, আমরা চিতলিয়া ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। অসম্পন্ন কাজ সম্পন্ন করবো। ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাসসহ সকল অন্যায় কাজকে দূরীভূত করবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |