Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বিনোদপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন চেয়ারম্যান আ: হামিদ সাকিদার

বিনোদপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন চেয়ারম্যান আ: হামিদ সাকিদার
বিনোদপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন চেয়ারম্যান আ: হামিদ সাকিদার

আসন্ন শরীয়তপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ নিজ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিনোদপুর ইউপি চেয়ারম্যান আ: হামিদ সাকিদার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ প্রার্থী হামিদ সাকিদার বলেন, আমার যোগ্যতা, জনসমর্থন ও রাজনৈতিক বিশ্লেষনের মাধ্যমে আমাকে মাননীয় প্রধান শেখ হাসিনা আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন দিয়েছে।

এ মনোনয়নে আমাকে সহযোগিতা করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।

আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী যারা ছিল, তারাও আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী। আমি যেহেতু আওয়ামীলীগের-ই মনোনীত প্রার্থী, তাই তারা আমাকে সমর্থন জানিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আমি বিনোদপুর ইউনিয়নের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ভাইকে।

তিনি বিনোদপুর ইউনিয়নের সকল জনগণকে মিলেমিশে থাকার জন্যও অনুরোধ জানান এবং সকল অপকর্ম থেকে মুক্ত থাকার জন্য বলেন। এছাড়া বিনোদপুর ইউনিয়নের যতো অসম্পন্ন কাজ আছে, তা সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাসসহ সকল অন্যায় কাজকে দূরীভূত করার জন্যও বলেন।