Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন

চিতলিয়ায় দুই প্রার্থীর দাবি, তাদের স্বাক্ষর জালিয়াতি হয়নি 

চিতলিয়ায় দুই প্রার্থীর দাবি, তাদের স্বাক্ষর জালিয়াতি হয়নি 
চিতলিয়ায় দুই প্রার্থীর দাবি, তাদের স্বাক্ষর জালিয়াতি হয়নি 

আসন্ন দ্বিতীয় ধাপে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তবে স্বাক্ষর জালিয়াতি করে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বলে কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছে।

এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া দুইজন প্রার্থী। তারা দাবি করেছেন, তারা নিজেরা স্বাক্ষর দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাদের স্বাক্ষর কেউ জালিয়াতি করে মনোনয়নপত্র প্রত্যাহার করাননি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই প্রার্থী শরীয়তপুরের স্থানীয় সংবাদপত্র দৈনিক রুদ্রবার্তা কার্যালয়ে এসে সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

চিতলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে আব্দুল হাই মৃধা, এমদাদ হোসেন চৌকিদার ও আইয়ুব আলী খান মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে এমদাদ হোসেন চৌকিদার ও আইয়ুব আলী খান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আব্দুল হাই মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার এমদাদ হোসেন চৌকিদার ও আইয়ুব আলী খানের বক্তব্য প্রচার করে কিছু মিডিয়ায় নিউজ প্রচার করে। নিউজে বলা হয় এমদাদ হোসেন চৌকিদার ও আইয়ুব আলী খানের স্বাক্ষর জালিয়াতি করে তাদের মনোনয়নপত্র উদ্দেশ্যমূলকভাবে প্রত্যাহার করা হয়েছে।

ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে এমদাদ হোসেন চকিদার ও আইয়ুব আলী খান বলেন, আমরা নিজ ইচ্ছায় স্বাক্ষর করে আমাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। আমাদের স্বাক্ষর কেউ জালিয়াতি করেনি। আমরাই স্বাক্ষর দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। মিডিয়ায় যে সংবাদ প্রচার করা হয়েছে তা সঠিক নয়, উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা কোন ঝামেলা চাইনা। নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই।