Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের চন্দ্রপুরে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীসহ তিন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শরীয়তপুরের চন্দ্রপুরে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীসহ তিন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চন্দ্রপুর ইউনিয়ন ১,২ ও ৩নং সংরক্ষিত আসনের সদস‍্য আয়মন বিবি, ৬নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম মেরাজ হাওলাদার এবং ১নং ওয়ার্ডের মেম্বার মো: নয়ন । ছবি- দৈনিক রুদ্রবার্তা

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এক সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও তিন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২৬ অক্টোবর এ ঘোষণা দিয়েছেন সদর উপজেলা রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাচন অফিসার সোহরাব হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন ১,২ ও ৩ সংরক্ষিত মহিলা আসনের মেম্বার আয়মন বিবি, ৬নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম মেরাজ হাওলাদার, ১নং ওয়ার্ডের মেম্বার মো: নয়ন এবং ৪নং ওয়ার্ডের আব্দুল মান্নান।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান জানান, তাঁদের তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুয়ায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাঁদের গেজেট প্রকাশ করা হবে।

সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী আয়মন বিবি বলেন, আমি আয়মন বিবি। আমি ১,২ ও ৩ সংরক্ষিত মহিলা আসনের মেম্বার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আমি আমার নির্বাচিত যতো অসম্পন্ন কাজ আছে, তা সম্পন্ন করবো। আয়মন বিবি হলেন-চন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ৬নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম মেরাজ বলেন, আমার ওয়ার্ডকে আমি একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। সবধরনের অনিয়ম বন্ধ করবো এবং সার্বিক উন্নয়ন করতে আপ্রান চেষ্টা করে যাব। এবং ১নং ওয়ার্ডের মেম্বার মো: নয়ন বলেন, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আমার ওয়ার্ডবাসী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতি কৃতজ্ঞ। আমি মেম্বার নির্বাচিত এজন‍্যই হয়েছি যে, এ ওয়ার্ডের সকল উন্নয়ন করার চেষ্টা করবো।