Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার ২৯ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশংয়ের সকল ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলেই শরীয়তপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতয়াল ও শরীয়তপুর পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য মজলিস খান এর অসুস্থ থাকায় তাঁদের শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, ।

“মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, আমরা নারী বান্ধব, শিশু বান্ধব, যুব বান্ধব এবং জনগনের কাঙ্খিত যেসকল কল্যামূলক কাজগুলি মাননীয় প্রধানমন্ত্রী ও সংবিধানের আলোকে যে সেবা প্রদান করার কথা রয়েছে আমরা প্রতিটি থানা থেকে সেসকল সেবা প্রদান করতে চাই। থানাই হবে জনগনের শেষ আশ্রয়স্থল শেষ ভরসাস্থল। বর্তমান বাংলাদেশ পুলশিরে আইজপিি বনেজীর আহমদে এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ নতুন আধুনিক ও মানবিক পুলিশ, আস্থার পুলিশ। আমরা বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগনের জন্য কাজ করে থাকি। “পুলিশি জনতা, জনতাই পুলিশ” জনগনের সেবাই আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগনের দৌরগোড়ায় পৌছাতে।

উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর জেলায় ২০২১ সালে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ভেদরগঞ্জ থানার এসআই মোঃ মাহামুদ হাসান ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, বিজ্ঞ পিপি, (সদর কোট) এ্যাড. মির্জা হযরত আলী, সাধারণ সম্পাদক জেলা কমিউনিটি পুলিশিং ও বিজ্ঞ জিপি (সদর কোট) এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন, সখিপুর থানার অফিসার ইনচাজ আসাদুজ্জামান হাওলাদার, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, এ্যাড. রাশিদা মির্জাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।