Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত স্বেচ্ছাসেবক লীগের

শরীয়তপুরে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত স্বেচ্ছাসেবক লীগের
শরীয়তপুরে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত স্বেচ্ছাসেবক লীগের

শরীয়তপুরে আসন্ন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

৩০ অক্টোবর শনিবার বিকেলে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি শেখ আবদুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আমীর হোসেন শিকদার, আমির হোসেন হাওলাদার, ফখরুল ইসলাম, ফয়সাল আহমেদ, জাকির হসেন ডিকেন, যুগ্ম সম্পাদক শাহাদাত পাহাড়, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শোহাগ, জহিরুল ইসলাম জুয়েল, মালেক হোসেন অপু, দপ্তর সম্পাদক মাহবুবুল ইসলাম সবুজ,
উপ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন শান্ত উপ অর্থ সম্পাদক রনি শেখ সদস্য কামাল আহমেদ ও দুলাল বেপারী।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক বেপারী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু । জাজিরা উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মহব্বত খান ও সাধারণ সম্পাদক এমদাদ মাদবর। নড়িয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন আকর ও সদস্য চূননু মাদবর প্রমুখ।

বিশেষ বর্ধিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে এর বিপক্ষে কোনো সদস্য কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বক্তারা।