
শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লংঘন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) এস্কান্দার সরদার ভোটারদের জন্য ভুরিভোজের আয়োজন করেছেন।
শনিবার ৩০ অক্টোবর রাত ৮ টায় শৌলপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ভুরি ভোজের আয়োজন করা হয়। চেয়ারম্যান প্রার্থী এস্কান্দার সরদারের ভুরিভোজে তার নির্বাচনী এলাকার প্রায় সহস্রাধিক ভোটার অংশগ্রহণ করেন। এ সময় ভোটারদের কাছে ভোট দেয়ার প্রতিশ্রুতি আদায় করে নেয়ারও অভিযোগ উঠেছে এস্কান্দার সরদারের বিরুদ্ধে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এসকেন্দার সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত দিনেও আমি আমার ভোটারদের জন্য ভুরিভোজের আয়োজন করেছি, ভবিষ্যতেও করবো। এতে যদি আমার কোন সমস্যা হয় তাহলে হবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর ভোটারদের জন্য ভুরিভোজের আয়োজন করা নির্বাচনী আচরণবিধি লংঘন। এ বিষয়ে প্রার্থীদের আগেই সতর্ক করা হয়েছিল। তার পরেও কারো বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |