
শরীয়তপুর সদর উপজেলায় আসন্ন শৌলপাড়া ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকা প্রার্থী আলমগীর হোসেন খানকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী কমিটি গঠণ করা হয়।
সোমবার ০১ লা অক্টোবর শৌলপাড়া বাজার আ’লীগের মনোনীত নৌকা প্রার্থীর ক্লাবে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক ২১ সদস্যবিশিষ্ট এ নির্বাচনী কমিটি গঠণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান উজ্জ্বল আকন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল হক খান-এর সভাপতিত্বে ও শৌলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোস্তফা খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদার, প্রচার সম্পাদক লিটন বেপারী, শৌলপাড়া ইউনিয়ন আ’লীগের মনোনীত নৌকা প্রার্থী আলমগীর হোসেন খান। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সরদার, আক্তার সরদার, মো: জৈনদ্দিন মাদবর, মো: গোলাপ খান, মজিবুর মোল্লা, ইব্রাহিম খান, আনোয়ার ঢালী ও ফারুক হাওলাদারসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কমিটিতে ওয়ার্ডভিত্তিক আওয়ামীলীগের ০৯জন, যুবলীগের ০৪জন, স্বেচ্ছাসেবকলীগের ০৩জন, ছাত্রলীগের ০৩জন ও মহিলালীগের ০২ জন করে মোট ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |