
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ০১ নভেম্বর বেলা ৩টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে মুজিব শতবর্ষ শরীয়তপুর জেলা দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ আতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। উক্ত অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইকবাল হোসেন অপু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পালং মডেল থানার অফিসার ইনচাজ মোঃ আখতার হোসেন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, খেলোয়ারবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিজয়ী দল, রানার্সআপ দল ও ৩য় স্থান অধিকারী দলের মাঝে পুরস্কার বিতরণসহ খেলায় অংশগ্রহনকারী সকল দলের খেলোয়ারদের পুরস্কৃত করা হয়।
উক্ত মুজিব শতবর্ষ শরীয়তপুর জেলা দাবা লীগ-২০২১ এর অনুষ্ঠানে সর্বমোট ১০টি দল অংশগ্রহন করে। দলগুলো হলো (১)জেলা পুলিশ দাবা দল, (২) মোল্লা আবুল কাশেম দাবা দল, (৩) ডিসিসি দাবা দল, (৪) তরুনিমা সংগঠন দাবা দল, (৫) সকাল সন্ধ্যা স্পোর্টস দাবা দল, (৬)চৌরঙ্গী দাবা দল, (৭) মা বাবার দোয়া স্মৃতি সংঘ দাবা দল, (৮) চেস রিসার্চ সেন্টার, (৯) চ্যাম্প রিসর্চ সেন্টার কুইন দাবা দল, (১০) রিসার্চ সেন্টার নাইট দাবা দল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |