
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন দক্ষিণ তারাবুনিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ তারাবুনিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ নান্নু মাল এর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা।
এসময় বক্তরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র হাতকে শক্তিশালী করতে দক্ষিণ তারাবুনিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীকে কাছ করতে হবে। তাহলে এই চরাঞ্চলের মানুষ উন্নয়নের মুখ দেখবে। যেখানে বিদ্যুৎ ছিল না, আওয়ামীলীগ সেখানে বিদ্যুৎ দিয়েছে। যেখানে ব্রীজ ছিলনা সেখানে ব্রীজ দিয়েছে। আওয়ামীলীগ থাকলে এদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, বীর মুক্তিযোদ্ধা আলি আকবর পাইক, সহ-সভাপতি সখিপুর থানা আওয়ামীলীগ, কামরুজ্জামান মানিক সরদার যুগ্ম সাধারণ সম্পাদক সখিপুর থানা আওয়ামীলীগ ও চেয়ারম্যান সখিপুর ইউনিয়ন পরিষদ, নুরল আমীন দেওয়ান চেয়ারম্যান কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ, শাহজালাল মাল যুগ্ম সাধারণ সম্পাদক সখিপুর থানা আওয়ামীলীগ ও চেয়ারম্যান দক্ষিণ তারাবুনিয়ায় ইউনিয়ন পরিষদ, ফয়সাল আহমেদ রতন মোল্লা সাংগঠনিক সখিপুর থানা আওয়ামীলীগ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ সরদার, সখিপুর থানা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব প্রমুখ।
সঞ্চালনায় মোঃ ইউসুফ মোল্লা সাধারণ সম্পাদক দক্ষিণ তারাবুনিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |