Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

একটি কুচক্রী মহল ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: আবুল হাসেম তফাদার

একটি কুচক্রী মহল ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: আবুল হাসেম তফাদার
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম তপাদার। উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি- দৈনিক রুদ্রবার্তা

শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসান তপদার বলেছেন, ‘একটি কুচক্রী মহল আমার নির্বাচনী বক্তব্য এডিট করে উদ্দেশ্যমূলকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২ টার সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবুল হাসেম তাপাদার একথা বলেন।

তিনি বলেন, ‘গত সোমবার রাতে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভত্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় আমি বক্তব্য রেখেছিলাম। সেখানে আমি বলেছিলাম আওয়ামী লীগের মে সকল নেতা কর্মীরা নৌকার বিরোধিতা করবে তাদের তালিকা লিখে রাখবেন। যারা নৌকার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে। আমার এ বক্তব্য এডিট করে একটি কুচক্রী মহল আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছেন। সেখানে তারা বলছেন, আমি নাকি বলেছি নৌকার বাইরে কাউকে ভোট চাইতে হবে না। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যারা এ সকল কাজ করেছেন তাঁর আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য করেছেন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

তিনি আরো বলেন, অপপ্রচারকারীরা বলছেন নৌকার প্রার্থী মিজান মোহাম্মদ খান আওয়ামী লীগের কেউ নন। বিদ্রোহী প্রার্থী মাস্টার মুজিবুর রহমান খান সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এটা সম্পূর্ণ মিথ্যা মজিবুর রহমান খান আওয়ামী লীগের কোন কমিটিতে নেই। নৌকার প্রার্থী খান মোহাম্মদ মিজান ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এসময় তিনি সদর উপজেলা ও ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি তালিকা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা মিলিগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা ছাত্রলীগের আহবায়ক মহাসিন মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।

গত সোমবার রাতে ডোমসার ইউনিয়নের ভত্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম তপাদার। তার সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, নৌকার বিরুদ্ধে কাউকে ভোট চাইতে দেওয়া হবে না। যারা নৌকার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে তাদের তালিকা লিখে রাখতে। তাদের দেখে নেওয়ার হুমকি দেয়া হয়। এ নিয়ে কিছু মিডিয়ায় সংবাদ প্রচার করা হয়। তার প্রতিবাদে আবুল হাসান তাপাদার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।