Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মেম্বার প্রার্থী জামাল জমদ্দার কে মারপিটের হুমকি! নির্বাচনী প্রচারণায় বাধা

মেম্বার প্রার্থী জামাল জমদ্দার কে মারপিটের হুমকি! নির্বাচনী প্রচারণায় বাধা
মেম্বার প্রার্থী জামাল জমদ্দার কে মারপিটের হুমকি! নির্বাচনী প্রচারণায় বাধা

শরীয়তপুর সদর উপজেলা পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে নড়বালা খানা গ্রামে ইউপি মেম্বার প্রার্থী মোঃ জামাল জমদ্দার কে মারপিটের হুমকি ও নির্বাচনী প্রচারনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিদ¦ন্দ্বী মেম্বার প্রার্থী মোঃ সিদাম মোল্লার বিরুদ্ধে। এই বিষয় কে, কেন্দ্রকরে মেম্বার প্রার্থী জামাল মোঃ জমদ্দার সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা র্নিবাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মেম্বার প্রার্থী জামাল জমদ্দার গনমাধ্যমকে বলেন, আমার প্রতিদ¦ন্দ্বী সিদাম মোল্লা ইতোপূর্বে আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য নানা চেষ্টা চালিয়েছে। এখন আবার নির্বাচনী প্রচারণায় বিভিন্ন ভাবে বাধা প্রদান করছেন, আমার নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট চাইতে গেলে, আমি সহ আমার সমর্থকদের মারপিটের হুমকি দিচ্ছে।

৩১ অক্টোবর বিকাল ৫ টার দিকে বালাখানা চৌরাস্তায় মনির তালুকদারের দেকানের সামনে আমার সমর্থক আল আমিন জমদ্দার কে, চর থাপ্পর দিয়েছে , আমার বোন রিনা বেগম, আমার জন্য এলাকায় ভোট চাইতে গেলে তার সাথে উচ্চবাক্য করেন। সিদাম মোল্লা পূর্বে থেকেই সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাসী এলাকায় সহিংসতা সৃষ্টি কারি একজন ব্যক্তি। সিদাম মোল্লা জনগণনের ভোটে বিশ্বাসী না। সে-সাধারণ জনগণকে ভয়-ভীতি দেখাচ্ছে জোরপূর্বক জনগণের ভোট অধিকার ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে।

নির্বাচন পরিচালনা কারি কর্মকর্তা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার দাবি আগামী ১১ অক্টোবর শরীয়তপুর সদর উপজেলা পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাসীকে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। শরীয়তপুর সদর উপজেলা রির্টানিং কর্মকর্তা মোঃ শহিদ হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি আইনী গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পালং মডেল থানার অফিসার ইনচার্জ কে অনুলিপি দেওয়া হয়েছে।