Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও অসহায় শরীয়তপুরে ৩’শ পরিবার পেল রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ 

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও অসহায় শরীয়তপুরে ৩’শ পরিবার পেল রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ 
শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠে রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করছেন অতিথিবৃন্দ। ছবি- দৈনিক রুদ্রবার্তা

শরীয়তপুরে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও অসহায় তিনশ পরিবার রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দুই হাজার পাচশ টাকা করে নগদ অর্থ পেয়েছেন।

বৃহস্পতিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের পক্ষ থেকে এই নগদ অর্থ ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য অনল কুমার দে।

এ সময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূহুন মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫০০ টাকা করে নগদ অর্থ ও রান্না করা খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের একটি স্বেচ্ছাসেবী দল।