
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেভেল পেলেইং ফিল্ড তৈরির দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার। আনারস প্রতিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তিনি। তার অভিযোগ, নির্বাচনে টাকা জমা দেয়ার পর থেকে তার কর্মী সমর্থকদের উপর হামলা, মামলা ও নির্যাতন শুরু করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসমা আক্তার ও তার পারিবারের লোকজন। এ বিষয়ে তিনি রিটাংনিং কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় লিখিত ভাবে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখানো তিনি পোষ্টার সাটাতে পারছেন না। তার পোষ্টার ছিরে ফেলা হচ্ছে। এ পর্যন্ত তার কয়েকজন কর্মীকে কুপিয়ে জখম করেছে আসমা আক্তারের সমর্থকরা। বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন আনোয়ার হোসেন হাওলাদার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসমা আক্তার বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল। তার ভাই এখনো বিএনপির রাজনীতি করেন। তাদের পুরো পরিবার বিএনপি পরিবার হিসেবে পরিচিত। তাই আসমা আক্তারকে মনোনয়ন দেয়ায় তৃণমুলের আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাকে নির্বাচনের জন্য বাধ্য করে। আমি জেলা আওয়ামী লীগের সদস্য, আমার নেতা কর্মী সবাই আওয়ামী লীগের। আসমা আক্তারের স্বামী শরীয়তপুর পুলিশ হাসপাতালে চাকুরী করেন। তিনি পুলিশের ভয়ভীতি দেখাচ্ছেন ভোটারদের। তার দল না করলে বিভিন্ন মামালায় জড়িয়ে দেয়া হবে বলে হুমকি দিচ্ছেন আমার কর্মীদের। পুলিশ নির্বাচনের দিন ভোট কেটে নৌকাকে বিজয়ী করবে এমন সব প্রপাগান্ড ছড়াচ্ছেন তিনি। একজন সরকারী কর্মকর্তা হয়ে কিভাবে তিনি এসব করছেন সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন রাখেন আনোয়ার হাওলাদার। পুলিশের ভাবমুর্তি রক্ষায় উদ্ধার্তন কর্মকর্তাদের জোড়ালো পদক্ষেপ কামনা করেন আনোয়ার হাওলাদার।
তিনি বলেন, আসমা আক্তারের ভাই হান্নান মোড়ল র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ার (র্যাব) এ কর্মরত রয়েছে। হান্নান মোড়ল কয়েক দিন যাবত ছুটিতে এসে র্যাব দিয়ে আমার কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। আমার কর্মীদের বাড়ি গিয়ে ভায় ভীতি ছাড়াচ্ছেন। আমি এর প্রতিকার চাই। এখানো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি সংশ্লিষ্টরা। এখানো আমরা ভোট চাইতে যেতে পারছিনা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন হাওলাদারের শতাধিক নেতাকর্মী ও শরীয়তপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |