
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম তপাদার নির্বাচন সামনে রেখে ডোমসার ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মাস্টার মুজিবুর রহমান খান। শুক্রবার ৫ নভেম্বর সকাল ১০টায় ডোমসার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মাস্টার মুজিবুর রহমান খান বলেন, আবুল হাসেম তপাদার প্রকাশ্যে আমাকে ও আমার লোকজনকে হুমকি দিয়ে যাচ্ছেন। যারা আমার পক্ষে আনারস প্রতীকে ভোট চাইবেন তিনি তাদের তালিকা করে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আমাকে ও আমার লোকজনকে অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন আমাকে ও আমার লোকজনকে কোথাও ভোট চাইতে দেয়া হবে না। তার এ ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। যা দেশবাসী দেখেছেন।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আবুল হাসেম তপাদার ডোমসার ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছেন। তিনি ডোমসার ইউনিয়নে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। আবুল হাসেম তপাদারের হুকুমে তার সন্ত্রাসী বাহিনী একাধিকবার আমার লোকজনের উপর আক্রমণ করেছে। অনেককে গুরুতর জখম করেছে। তারা আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। তারা খুঁজে খুঁজে আমার পোস্টার ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আবুল হাশেম তপাদার প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন, কিভাবে নির্বাচন নির্বাচন করতে হয় তা তিনি ভাল করেই জানি। যারা নৌকার বিপক্ষে কাজ করবে তাদের কাউকেই ঘরে থাকতে দেবেননা। আমার পক্ষে যারা কাজ করবেন তাদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন।
মাস্টার মুজিবুর রহমান খান বলেন, আবুল হাসেম তপাদারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, আবুল হাসেম তপাদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক যেন ডোমসারে কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে। এবং নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
আমি হাসেম তপাদারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড কেন করছেন? সন্ত্রাসী কর্মকান্ড করে কোন লাভ হবে না। আপনাদের অসৎ উদ্দেশ্য কখনো সফল হবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড সছেড়ে ভোটের মাঠে আসেন, জনপ্রিয়তা যাচাই করেন। জনপ্রিয়তা থাকলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন। আপনি বিনা ভোটে দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আপনি যদি জনগণের ভোটে নির্বাচিত হতেন তাহলে জনগণ কি চায় তা বুঝতেন। আপনিতো জোর জুলুম করে চেয়ারম্যান হয়েছেন। আপনি মনে করেছেন হুমকি ধমকি দিলে অন্যরা ভোটের মাঠ ছেড়ে চলে যাবে। আর আপনি ফাঁকা মাঠে গোল দিবেন। আপনার উদ্দেশ্য ডোমসারের জনগণ সফল হতে দেবে না।
সংবাদ সম্মেলনে ডোমসার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ ও পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |