
শরীয়তপুর সদর উপজেলায় রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর সন্ত্রাসী ওপর হামলা ও অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার সুবচনী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নৌকার প্রার্থী প্রচারণা শেষ করে এসে অফিসে বসলে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হাবিবুর রহমান ঢালীর লোকজন এসে নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর সন্ত্রাসী হামলা ও আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাংচুর করে।
এসময় সিরাজুল ইসলাম ঢালীর এক চোখ মারাত্মকভাবে জখম সহ ১০জন তো হয়েছে। তাকে আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সিরাজুল ইসলাম ঢালী সহ ৩ জন গুরুতর আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর এক আত্মীয় বলেন, আমরা প্রচারণা শেষ আমাদের নির্বাচনী অফিসে এসে বসলে বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালীসহ লোক জন দেশীয় অস্ত্র, হকিস্টিক, বোমা নিয়ে আমাদের ওপর হামলা করে। আমার নির্বাচনী অফিস ভাংচুর করে। আমাদের প্রার্থীর অবস্থা খুব আশঙ্কা জনক।
এ বিষয়ে জানতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি হাবিবুর রহমান ঢালীর সঙ্গে ফোনে একাধিক যোগাযোগ করে হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
পালং থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আকতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিত এখন শান্ত রয়েছে। হাবিুবর রহমান ঢালীর লোকজন আমার পুলিশের ওপরও হামলা করেছিলো। এখনো কাউকে আটক করতে পারেনি। আমরা চেয়ারম্যানের বাসায় এসেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |