Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শৌলপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বারের ফুটবল মার্কার মিছিল

শৌলপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বারের ফুটবল মার্কার মিছিল
শৌলপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বারের ফুটবল মার্কার মিছিল

শৌলপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বারবার নির্বাচিত মেম্বার মো: লিয়াকত হোসেন-এর জন্য ফুটবল মার্কার শ্লোগাণ দিয়ে এক বিশাল মিছিল বের হয়। শনিবার ০৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি ৮নং ওয়ার্ড তার নিজ বাড়ি হতে বের হয়। পরে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে শৌলপাড়া বাজার হয়ে মিছিলটি পূনরায় তার নিজ বাড়ি এসে শেষ হয়। এ মিছিলে শৌলপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার আলী আকবর বেপারীসহ তার শতশত সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।

এ সময় মো: লিয়াকত হোসেন বলেন, আমি বিগত দিনে মেম্বার ছিলাম। মেম্বার থাকাকালীন সময় আমি ৮নং ওয়ার্ড জনগণের জন্য রাস্তাঘাট করে দিয়েছি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি। সবসময় জনগণের সুখেদু:খে পাশে থেকেছি। করোনা কালীন দূর্যোগে আমার ওয়ার্ডে আমার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেছি। শেষে তিনি বলেন, আমি যদি পূনরায় মেম্বার পদে নির্বাচিত হতে পারি, আমার অসম্পন্ন কাজ সমাপ্ত করবো এবং সবসময় জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।