
আসন্ন ১১-ই নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার অন্তর্গত শৌলপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রার্থী আব্দুল মান্নান খান ভাষানীর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ ওঠেছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস্কেন্দার আলীর ঘোড়া মার্কার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেন আনারস মার্কার প্রার্থী আব্দুল মান্নান খান ভাষানী।
আব্দুল মান্নান খান ভাষানী বলেন, আমি আব্দুল মান্নান খান ভাষানী আগামী ১১-ই নভেম্বর আসন্ন শৌলপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কা নিয়ে আমার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার জনসমর্থন ও আমার নিশ্চিত বিজয় জেনে আমার প্রতিপক্ষ ঘোড়া মার্কার চেয়ারম্যান ও তাদের সমর্থকরা আমাকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। এমনকি বিভিন্ন ওয়ার্ডে আমার পোষ্টার ও ব্যানার ছিড়ে ফেলেছে। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন আমাকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলবে বলে আশ্বাস দিয়েছে। তিনি বলেন, আমি শান্তিপূর্ণভাবে নির্বাচিত হতে চাই। গত নির্বাচনে আমি নির্বাচনে পরাজিত হয়েও সবসময় জনগণের পাশে থেকেছি এবং জনগণকে সাহায্য সহযোগিতা করেছি। করোকালীন সময়ে গরীব দু:খী জনসাধারণকে সহযোগিতা করেছি। সবসময় জনগণের মাঝে থাকার জন্যই আমি শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করছি। যদি আমি চেয়ারম্যান হতে পারি, বিনামুল্যে সকল সরকারি সেবা দিয়ে যাব। শৌলপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |