Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর করদাতাদের জন্য যাবতীয় সুবিধার ব্যবস্থা

শরীয়তপুর করদাতাদের জন্য যাবতীয় সুবিধার ব্যবস্থা
শরীয়তপুর করদাতাদের জন্য যাবতীয় সুবিধার ব্যবস্থা

প্রতি বছরই নভেম্বর মাসে দেশে আয়কর মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে গতবার এই মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এবারও কর মেলার আয়োজিত হচ্ছে না।

তবে জেলা পর্যায়ে পুরো নভেম্বরজুড়ে প্রতিটি কর কার্যালয়ে কর মেলার যাবতীয় সুবিধার ব্যবস্থা রয়েছে করদাতাদের জন্য।

শরীয়তপুর আয়কর কার্যালয়ের অতিরিক্ত সহকারী কমিশনার এস এম শামসুল আলম জানান, জাতীয় রাজস্ব বোর্ড দেশব্যাপী করদাতাদের জন্য প্রতিটি কর কার্যালয়ে সেবার কার্যক্রম চালু করেছে।

সেখানে রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তিস্বীকারপত্র দেওয়া হচ্ছে।

পাশাপাশি সহায়তা করা হবে রিটার্ন ফরম পূরণেও। ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্যও থাকবে পৃথক বুথ।

সরকারি কর্মকর্তাদের রিটার্ন জমার জন্য আলাদা ব্যবস্থা থাকছে।