Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার
শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিবুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হাসান।

এছাড়া জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তাগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধিকতর প্রচার ও প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।