
শরীয়তপুরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় জেলা পর্যায়ে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল দশটায় শরীয়তপুর পৌর মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
জেলা প্রশাশক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সিভিল সার্জন ড. এস এম আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়ন করতে হলে আমাদের সকলের সচেতন হতে হবে। আমরা যদি সকলে মিলেমিশে ইলিশ সম্পদ রক্ষায় এগিয়ে না আসে তাহলে আমরা আমাদের ইলিশ সম্পদ রক্ষা করতে পারবোনা। শুধু জেল জরিমানা করে ইলিশ সম্পদ উন্নয়ন ও রক্ষা করা যাবে না। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ শিকার নিষিদ্ধ সময় গরিব ছেলেদের যারা নদীতে নামায় সেসকল মহাজনদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়ন সম্ভব হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |