Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর বিভিন্ন কর্মসূচির মাধ্যদিয়ে সমাজসেবা দিবস পালিত হলো।

শরীয়তপুর বিভিন্ন কর্মসূচির মাধ্যদিয়ে সমাজসেবা দিবস পালিত হলো।
শরীয়তপুর বিভিন্ন কর্মসূচির মাধ্যদিয়ে সমাজসেবা দিবস পালিত হলো।

শরীয়তপুরের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। ‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০২ জানুয়ারি ২০২২ দেশব্যাপী উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২২। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, শরীয়তপুর ও জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো।

শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার হতে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে জেলাপ্রশাসকের কার্যালয়ে সমাপ্ত হয়। পরবর্তীতে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে ‘আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।

সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল হতে ০২ জন ব্যক্তির মাঝে ১০,০০০/- টাকা; ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ০৯ জন রোগীদের মাঝে ৫০,০০০/- টাকা করে মোট ৪,৫০,০০০/- টাকার চেক ০৪ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার, ৩৯ জন বিভিন্ন ভাতাভোগীদের মাঝে ভাতাবই এবং ০৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে পরিচিতি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাজিবুল আলম, মেডিকেল অফিসার ডাঃ সৈয়দা শাহিনুর, শরীয়তপুর সদর হাসপাতাল শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বজিৎ বৈদ্য, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুর।

#