Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের কোটাপাড়া মাদ্রাসার ২জন ছাত্র নিখোঁজ

শরীয়তপুরের কোটাপাড়া মাদ্রাসার ২জন ছাত্র নিখোঁজ
শরীয়তপুরের কোটাপাড়া মাদ্রাসার ২জন ছাত্র নিখোঁজ

শরীয়তপুরের চন্দ্রপুর নিজ বাড়ি থেকে শরীয়তপুর সদর পৌরসভা এলাকার পূর্বকেটাপাড়া মাদ্রাসায় রওয়ানা দিয়ে দুই ছাত্র বন্ধু নিখোঁজ হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের জাহিদ হাসান জানান, তার আপন ভাই ইসরাফিল ইসলাম (১৩) ও তার বন্ধু এতই মাদ্রসার আবুবক্কর (১৩) বাড়ি থেকে গত ৫ জানুয়ারি কোটাপাড়া মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় অদ্য পর্যন্ত তারা মাদ্রাসায় পৌছায়নি এমনকি তারা কেউ বাড়িতে ফেরেন নি। কোন আত্মীয়র বাড়িতে যোগাযোগ করেও খোজ মেলেনি। এমতাঅবস্থায় জাহিদ হাসান বাদী হয়ে পালং মডেল থানায় ১১ জানুয়ারি সাধারণ ডায়েরি করেন।