
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং বাংলাদেশ আওয়ামী লীগ কার্য্যনির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য ইকবাল হোসেন অপুসহ ৪জন সংসদ সদস্য করোনা পজিটিভ হয়েছে। তাদের রোগমুক্তি কামনায় শরীয়তপুর জেলা কেন্দ্রীয় মন্দির পালং হরিসভায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সোমবার ১৭-ই জানুয়ারি জেলা কেন্দ্রীয় মন্দির পালং হরিসভায় এডভোকেট পিন্টু লাল শাহ-এর উদ্েযাগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ প্রার্থনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা কেন্দ্রীয় মন্দির পালং হরিসভার সভাপতি সুশীল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক গৌরচান বনিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক শংকর প্রসাদ চৌধুরী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সমীর চন্দ্র শীল, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব রুপক চক্রবর্তী, পালং হরিসভার কার্তিক ঘোষসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনা পরিচালনা করেন সুমন চক্রবর্তী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |