
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কার্য্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি সহ ৪ জন সংসদ সদস্য করোনা পজিটিভ হয়েছে। তাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২০-ই জানুয়ারি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগের উদ্েযাগে এবং জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিনের সার্বিক সহযোগিতায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামীলীগের সদস্য ও জজকোর্টের জিপি আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালামসহ জেলা, উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ তাজুল ইসলাম।
জেলার বিভিন্ন মসজিদ সহ বিভিন্নস্থানে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কার্য্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র জন্য মিলাদ ও দোয়া করা হয়।
জানা গেছে, করোনাকালিন এই দুই বছর জীবনের ঝুঁকি নিয়ে দেশকে নদীভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা করার জন্য দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি। যাতে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। তিনি হাওড় অঞ্চলের কৃষকের মুখে হাঁসি ফোঁটানোর জন্য কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
করোনার শুরুতেই তিনি নড়িয়া-সখিপুরে “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” শ্লোগানে ভ্রাম্যমান মেডিকেল টিম চালু করেছিলেন। এছাড়াও এলাকার মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়েছেন। শীতার্তাদের কম্বল দিয়েছেন। নিয়মিত এলাকার মানুষের পাশে ছিলেন। পাশাপাশি ব্যাপক উন্নয়ন কর্মকান্ডও চালিয়ে গেছেন।
অন্যদিকে, ইকবাল হোসেন অপু এমপি করোনাকালিন সময়ে এলাকার অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে করোনা কালিন সময়ে মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়েছেন। পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়নও করেছেন। তাদের করোনা পজেটিভ হওয়ার খবরে শরীযতপুরবাসীর হৃদয়ে অশ্রুক্ষরণ হচ্ছে৷ তারা মহান সৃষ্টিকর্তার কাছে এই দুই নেতার আশু আরোগ্য কামনা করেছেন।
#
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |