Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র আহত

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র আহত
শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র আহত

শরীয়তপুরে কিশোর গ্যাং সদস্যরা রাকিব নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ২৬ জানুয়ারী বেলা ১১টার দিকে শরীয়তপুর ঈদ গাঁ মাঠে এই ঘটনা ঘটে। আহত রাবিক শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান গ্রামের রুমন ভুইয়ার ছেলে ও সৃজনশীল বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্ধুদের সাথে ঘুরতে এসে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয় রাকিব। আহত রাকিব শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আ. রাজ্জাক সরদার গত ৯ জানুয়ারী জেলা আইন-শৃঙ্খলা কমটির মাসিক সভায় কিশোর গ্যাংদের কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ঈদ গাঁ মাঠ ঘিরে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ঈদ গাঁ মাঠ ও বালিকা বিদ্যালয়ের প্রধান ফটক ঘিরে কিশোর গ্যাংদের আড্ডা জমে। বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের সময় কিশোর গ্যাং সদস্যরা তাদের উত্যাক্ত করে। সেই দিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করনে এই মুক্তিযোদ্ধা। ইতোমধ্যে ঈদ গাঁ মাঠ ঘিরে কিশোর গ্যাং অনেক অপ্রিতিকর ঘটনা ঘটিয়েছে।

আহত রাকিবের সহপাঠি মাহফুজ ও মিজান জানায়, ঈদ গাঁ মাঠ থেকে শাহাজালাল রাকিবকে ডেকে নিয়ে যা। পরে সেখানে উপস্থিত জিসান, শাকিল, ইমরান, সিফাতসহ ২০/২৫ জন কিশোর গ্যাং সদস্য রাকিবকে কুপিয়ে আহত করে। এই কিশোর গ্যাংদের সাথে সব সময় ছুরি থাকে।

রাকিবের পিতা রুমন ভুইয়া জানায়, তার ছেলেকে কুপিয়ে আহত করার বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অফিসার ইনচার্জ এই বিষটি তদন্ত করছেন।

পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। ভিকটিম ও অভিযুক্তদের সকলেই কিশোর। কেন তারা এই ধরনের ঘটনা ঘটায় সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।