Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আব্দুল হাকিম মাদবর চিকন্দী ইউনিয়নকে একটি স্বয়ং সম্পূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন

আব্দুল হাকিম মাদবর চিকন্দী ইউনিয়নকে একটি স্বয়ং সম্পূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন
আব্দুল হাকিম মাদবর চিকন্দী ইউনিয়নকে একটি স্বয়ং সম্পূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে চিকন্দী ইউনিয়নে এবারও চেয়ারম্যান প্রার্থী হয়ে আব্দুল হাকিম মাদবর তার প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। তার নির্বাচনী মার্কা হলো অটোরিকশা।

অটোরিকশা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের ধারে ধারে ছুটে চলেছেন আব্দুল হাকিম মাদবর। আব্দুল হাকিম মাদবর চেয়ারম্যান প্রার্থী হয়ে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বলেন, আগামী ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আব্দুল হাকিম মাদবর অটোরিকশা মার্কা নিয়ে এবার চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। এরপূর্বে আমি দুটি নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং ব্যাপক ভোট পেয়েও কিছু কলঙ্কিত ব্যক্তির জন্য চেয়ারম্যানের চেয়ারে বসতে পারি নাই। ঐ সকল কলঙ্কিত ব্যক্তিরা আমাকে বিভিন্ন কৌশলে পরাজিত করেছে। আমি এবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।

আমার মার্কা হচ্ছে অটোরিকশা মার্কা। চিকন্দী ইউনিয়ন-এর জনগণ সবাই অটোরিকশা মার্কায় ভোট দিবেন। চিকন্দী ইউনিয়ন একটি অনুন্নত ইউনিয়ন। এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নের হিসেবে প্রতিষ্ঠিত করবো। আমি জনগণকে এই প্রতিশ্রুতি দিতে চাই, চিকন্দী ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নে রাস্তাঘাট নেই, কিছু কিছু ওয়ার্ডে ব্রিজ-কালভার্ট নেই। অত্র ইউনিয়নের ঐ সকল ওয়ার্ড থেকে বর্ষাকালে টাউন চিকন্দীতে আসতে গামছা নিয়ে আসতে হয়। ঐসকল ওয়ার্ড থেকে যেন গামছা পড়ে আসতে না হয়, সেজন্য আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, চিকন্দী ইউনিয়ন-এর রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ সকল কিছুর উন্নয়নকে স্বয়ংসম্পূর্ণ করে দিব এবং এই ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত হিসেবে গড়ে তুলবো। এরপর তিনি তার কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।