
পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শরীয়তপুরে বিশ্ব রেড ক্রোস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের পক্ষ থেকে রোববার (৮ মার্চ) সকাল ১০ টায় জেলা কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। পরে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট আলমগীর মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল, সদস্য ও জেলা যুবলীগের সভাপতি নুহুন মাদবর, সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, ইউনিট সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার প্রমুখ। এসয় যুব প্রধান মোঃ হাবিবুর রহমান সহ ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |