
সম্মেলনের মাধ্যমে এমএম আলমগীরকে সভাপতি ও নজরুল ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শরীয়তপুর জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) রাতে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে সম্মেলন শেষে এ কমিটি অনুমোদন করেন, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রবীর সরদার।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মুন্সী, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, ভোজ্বেশর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাশুক আলী দেওয়ান, উদীচীর কেন্দ্রীয় সদস্য নাজমুল ইসলাম ও মিতা রায়।
এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা, সহ-সভাপতি শ্যাম সুন্দর দেবনাথ, অরুন কুমার সাহা, মোদাচ্ছের হোসেন বাবুল, আজিজুর রহমান রোকন, সহ-সাধারণ সম্পাদক আনু মুহাম্মদ, তারক নাথ কংস বণিক, কোষাধ্যক্ষ লোকমান হোসেন হৃদয়, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান, সোনাই সিকদার, এএইচ নান্নু, সুদীপ্ত ঘোষ, বসির আহম্মেদ, ইয়াজুর হোসেন খান, কার্যকরী সদস্য বিশ্বজিৎ সাহা, শফিউল বাসার স্বপন, আফসানা খানম, প্রিয়াংকা, চাঁন মিয়া, বায়েজিত, সায়েদুল হক মুন্না, জসিম আহম্মেদ, সেলিম রেজা, রবিন হাওলাদার ও শাহজালাল মিয়া।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |