
তৃতীয়বারের মত কলেজ পর্যায়ে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবউল্যাহ কলেজের সহকারী অধ্যাপক অতুল চন্দ্র ওঝা।। তার শিক্ষাগত যোগ্যতা, চারিত্রিক দৃঢ়তা, দায়িত্ববোধ, শ্রেণি পাঠদানের পারদর্শীতা, পেশাগত প্রশিক্ষণ, আইসিটি বিষয়ে জ্ঞান, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ, শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা, অভিভাবকদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ এবং বিষয় ভিত্তিক জ্ঞান সহ মোট ১৭টি বিষয়ের মানদন্ডের বিচারে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর বিচারকদের রায়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। এর আগে ২০১৬ ও ২০২১ সালেও জেলা পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচিত হোন তিনি।
তার জন্ম গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ভূতের বাড়ী গ্রামে। ১৯৬৯ সালে অক্টোবরে জন্ম এই শিক্ষক ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স এবং ১৯৯০ সালে মাস্টার্স শেষ করেন। ১৯৯৪ সালে পেশাগত জীবনের শুরু থেকে এ পর্যন্ত তিনি হাবিবউল্যাহ কলেজে কর্মরত আছেন। শুরু থেকে তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার ফলশ্রুতিতে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে ২০১৬ সালে জেলার মধ্যেও তিনি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া তিনি, “গোপালগঞ্জের লোককথা” নামে একটি গবেষনামূলক গ্রন্থ “এই যুগে এই ক্ষনে ” নামে একটি কবিতার বই, “ভূতের বাড়ীর ইতিহাস” নামে এক গবেষনামূলক বই, “উচ্চতর বাংলা ব্যাকরন” নামে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেনীর একটি বই প্রকাশ করেন। তিনি একাধারে শরীয়তপুর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এবং উদীচী শিল্পী গোষ্ঠী সখিপুর থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে শরীয়তপুরের কবি ও সাহিত্যিকদের লেখার সমন্বয়ে প্রকাশিত “কবি ও কবিতা” নামেক কাব্যগ্রন্থে তিনি সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে অতুল চন্দ্র ওঝা বলেন, আমাকে কলেজ পর্যায়ে তৃতীয়বার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত করায় আমি খুব আনন্দিত। এর মাধ্যমে অনুপ্রানিত হয়ে ছাত্র, শিক্ষক ও অবিভাবকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি সু-শিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখতে চাই। এছাড়া সাধারন ও সাহিত্য প্রিয় মানুষের পাশে থেকে শিক্ষকতার পাশাপাশি দেশে ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত করতে চাই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |