Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জ অটোবাইক দূর্ঘটনায় শিক্ষক নিহত

ভেদরগঞ্জ অটোবাইক দূর্ঘটনায় শিক্ষক নিহত
ভেদরগঞ্জ অটোবাইক দূর্ঘটনায় শিক্ষক নিহত

সড়কে ব্যাটারি চালিত অটো উল্টেগিয়ে শিক্ষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ভেদরগঞ্জের সখিপুরে। রেজাউল করিম (৫০) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৪৮নং দক্ষিণ সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানাগেছে, ৪৮নং দক্ষিণ সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও আরশিনগর মাদবর কান্দি ৮০নং চরসেনসাস প্রধান শিক্ষক ইউসুফ মিয়া সহ দাপ্তরিক কাজে সকাল ৮ টায় ভেদরগঞ্জ যাওয়ার পথে শরীয়তপুর নসিংহপুর ফেরীঘাট টু বালার বাজার রাস্তায় গাজী কান্দি নামক স্থানে অটো উল্টিয়ে তলপেটে আঘাত প্রাপ্ত হন শিক্ষক রেজাউল করিম।

এর পর স্থানীয়রা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৩ টায় লঞ্চে ঢাকা নিয়ে যাওয়া হয়। প্রচন্ড ব্যাথার কারনে সদরঘাট ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে বহির্বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন) তাহার স্ত্রী উম্মে রওমান ৮নং চরসেনসাস স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন