Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপু‌র সদ‌র উপ‌জেলার চিত‌লিয়া ইউ‌নিয়‌ন

আচারণবি‌ধি ভ‌ঙ্গের দা‌য়ে চেয়ারম‌্যান পদপ্রার্থী‌র ভ্রাম‌্যমান আদাল‌তের জ‌রিমানা

আচারণবি‌ধি ভ‌ঙ্গের দা‌য়ে চেয়ারম‌্যান পদপ্রার্থী‌র ভ্রাম‌্যমান আদাল‌তের জ‌রিমানা
আচারণবি‌ধি ভ‌ঙ্গের দা‌য়ে চেয়ারম‌্যান পদপ্রার্থী‌র ভ্রাম‌্যমান আদাল‌তের জ‌রিমানা

আচারণ বি‌ধি ভ‌ঙ্গের দা‌য়ে চেয়ারম‌্যান পদপ্রার্থীর ছে‌লে‌কে পাঁচ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রম‌্যমান আদালত। বুধবার ১ জুন সন্ধায় শরীয়তপু‌র সদ‌র উপ‌জেলার চিত‌লিয়া ইউ‌নিয়‌ন প‌রিষদ নির্বাচ‌নে কা‌শিপুর মোল্লাবা‌ড়ির মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

ভ্রাম‌্যমান আদাল‌তে দন্ডপ্রাপ্ত- ছোটন হওলাদার (২৫) ওই ইউ‌নিয়‌নের ঘোড়া প্রতি‌কের চেয়ারম‌্যান পদপ্রার্থী হারুন অর র‌শিদ হওলাদারের ছে‌লে। এসময় এই চেয়ারম‌্যান পদপ্রার্থীও ঘটনাস্থ‌লে উপ‌স্থিত ছি‌লেন ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় ও সদর উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, সদর উপ‌জেলার চিত‌লিয়া ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন অনুষ্ঠিত হ‌বে আগামী ১৫ জুন। এই নির্বাচনকে ঘি‌রে প্রার্থী‌দের ব‌্যাপক প্রচার প্রচারণা চল‌ছে। বুধবার বিকা‌লে পালং ম‌ডেল থানা পু‌লি‌শের সহ‌যো‌গিতায় নির্বাচনী এলাকায় ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন সদর উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ফা‌তেমা খাতুন। ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনাকা‌লে ইউ‌নিয়ন‌টির কা‌শিপুর মোল্লা বা‌ড়ির মোড় এলাকায় নির্বাচনী আচারণ বি‌ধি ভ‌ঙ্গের দা‌য়ে ঘোড়া প্রতি‌কের চেয়ারম‌্যান পদপ্রার্থী হারুন অর র‌শিদ হওলাদারের ছে‌লে ছোটন হাওলাদার‌কে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সদর উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ফা‌তেমা খাতুন ব‌লেন, নির্বাচনী আচারণ বি‌ধি ভ‌ঙ্গের দা‌য়ে ঘোড়া প্রতি‌কের চেয়ারম‌্যান পদপ্রার্থী হারুন অর র‌শিদ হওলাদারের ছে‌লে ছোটন হাওলাদার‌কে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এছাড়া পরবর্তী‌তে যেন আচারণবি‌ধি মে‌নে প্রচার প্রচারণা ক‌রার নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।