
পাট ক্ষেতে রক্তাক্ত অজ্ঞান আস্থায় ডেকোরেটর ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
রবিবার ১৯ জুন শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজুমদার কান্দী গ্রামে রাত আনুমানিক ৯টার সময় ডেকোরেটর ব্যবসায়ী বিল্লাল সরদার (৪০) নিখোজ হন। পর দিন সকাল ১০টার সময় পাট ক্ষেতে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বিল্লাল সরদার ঐ এলাকার নুর মোহাম্মদ খলিফার ছেলে।
আহত বিল্লাল সরদারের বোন আলেয়া বেগম (৪৫) জানান, ‘আমার ভাই মোটর মেরামত করতে আংগারিয়া বাজারে গিয়োছিল। রাতে ফেরার পথে কে বা কারা তাকে কুপিয়ে পাট ক্ষেতের পাশে ফেলে রেখে যায়। সকালে জানতে পেরে তাকে নিয়ে হাসপাতালে আসি।’
এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘আমি ঘটনা শোনামাত্র পুলিশ পাঠিয়েছি। তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।’