
শরীয়তপুর জেলা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ০৫টায় জেলার শ্রীশ্রী শ্যামসুন্দর জীউ মন্দির ( জেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গনে, শরীয়তপুর জেলা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জনাব মোঃ সাইফুল হক, পুলিশ সুপার, শরীয়তপুর মহোদয় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়’কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন দুর্গাপূজাকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে আইনের কাছে সোপর্দ করা হবে। প্রতিটা পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করার নির্দেশ দেন এবং সিসি ক্যামেরার স্থাপনের ও পরামর্শ দেন পুলিশ সুপার মহোদয়
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন “দুর্বল মানুষের পাশে আমি সব সময় আছি এবং থাকব, আমার দরজার সব সময় আপনাদের জন্য খোলা”
এসময় উপস্থিত ছিলেন জনাব এডভোকেট অনিক ঘটক চৌধুরী, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,শরীয়তপুর জেলা, জনাব তপন মোদক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,শরীয়তপুর জেলা, জনাব সাংবাদিক সত্যজিৎ ঘোষ,যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,শরীয়তপুর জেলা, জনাব সুশীল চন্দ্র দেবনাথ, সভাপতি, পূজা উদযাপন পরিষদ, শরীয়তপুর, এডভোকেট রাধা রানী বিশ্বাস, নির্বাহী সভাপতি, পূজা উদযাপন পরিষদ, শরীয়তপুরসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যান্য ব্যক্তিবর্গ।