
শরীয়তপুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সোমবার থেকে সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয় এবং দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান-এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্েযাগে এ কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান করা হয়।
দাবীর মধ্যে রয়েছে-১.দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, ২.জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, ৩.উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) পদ আপগ্রেডেশন, ৪.সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং ৫.দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ।
কর্মবিরতি ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত এবং জাজিরা উপজেলার পিআইও মো: নজরুল ইসলাম, নড়িয়া উপজেলার পিআইও আহাদী হোসেন, ভেদরগঞ্জ উপজেলার পিআইও হুমায়ুন কবির, ডামুড্যা উপজেলার পিআইও মো: রেজাউল করিম ও গোসাইরহাট উপজেলার পিআইও তাহমিনা আক্তার চৌধুরীসহ শরীয়তপুর জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
https://www.youtube.com/c/RudraBartaTV/videos
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |