Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে হযরত আয়েশা(রা:)-এর জীবন ও কর্মের উপর আলোচনা

শরীয়তপুরে হযরত আয়েশা(রা:)-এর জীবন ও কর্মের উপর আলোচনা
শরীয়তপুরে হযরত আয়েশা(রা:)-এর জীবন ও কর্মের উপর আলোচনা

শরীয়তপুরে উম্মুল মু’মিনীন হযরত আয়েশা(রা:)-এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ শরীয়তপুর-এর অধ্যক্ষ প্রফেসর মো: হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক মো: অলিউর রহমান, সহকারী অধ্যাপক আবু রুশো মো: তোয়াব হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হাফেজ মাও: মো: শাহাবুদ্দিন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ শরীয়তপুর-এর শিক্ষার্থী ছাত্রীদের সামনে উম্মুল মু’মিনীন হযরত আয়েশা(রা:)-এর জীবন ও কর্মের উপর আলোচনা করা হয় এবং হযরত আয়েশা(রা:) সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়।

আলোচনা ও সভা শেষে মোনাজাত পেশ করেন, শরীয়তপুর জাতীয় ইমাম সমিতির সেক্রেটারি ও জেলা কারাগার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: এমদাদুল হক।