
“জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেজাম” এ শ্লোগাণকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর আংগারিয়াস্থ আল-হেরা আইডিয়াল মাদ্রাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
প্রধান আলোচক ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব আল্লামা বশির আহমেদ কাসেমী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইদরীস কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাদারীপুর শাখার আহবায়ক মাওলানা ইমরান হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর শাখার উপদেষ্টা মাওলানা আবু বকর, শরীয়তপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, মাওলানা ছাব্বির আহমেদ ওসমানী ও ফরায়েজী আন্দোলনের মাওলানা আ: রহমান জালালীসহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, একটি দেশের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই। সৎ নেতৃত্ব আসলে অন্যায়, দূর্ণীতি, চুরি ও ঘুষ বন্ধ হবে। এরপর হযরত মুহাম্মদ(স.) পরিবার, সমাজ ও রাষ্ট্রে যে অবদান রেখেছেন তা তুলে ধরা হয়। শেষে মাওলানা শফিউল্লাহ খানকে সভাপতি ও মাওলানা ইদরীস কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |