সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

বিজেএসএ’র আহ্বায়ক কমিটির সদস্য হলেন শেখ মফিজুর রহমান

বিজেএসএ’র আহ্বায়ক কমিটির সদস্য হলেন শেখ মফিজুর রহমান

ভার্চুয়াল পদ্ধতিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের( বিজেএসএ) জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ০১ অক্টোবর, ২০২২ খ্রিঃ । সভায় বিভিন্ন জেলায় কর্মরত ১২৫ জন বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ আলোচনায় অংশ নেন।

সভায় ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই নির্বাচন ও সাধারণ সভা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম হাবিবুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে যার অন্যতম একজন সদস্য মনোনিত হয়েছেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন-নিবন্ধন অধিদফতরের মহা-পরিদর্শক শহীদুল আলম ঝিনুক, ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান, সলিসিটর রুনা নাহিদ আকতার, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, আইন ও বিচার বিভাগের উপ-সচিব শেখ গোলাম মাহবুব, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার, বগুড়ার জেলা ও দায়রা জজ এ.কে.এম মোজাম্মেল চৌধুরী (লেলিন), ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান, ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আসসামছ জগলুল হোসেন, ঢাকার কাস্টমস, এক্সাইজ, ভ্যাট আপীলেট ট্রাইব্যুনালের সদস্য মো. সোহেল আহমেদ, ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানা, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী এবং ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুর ইসলাম। আগামী ৫ অক্টোবর বিজেএসএ’র ধানমন্ডিস্থ প্রধান কার্যালয়ে এই আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।


error: Content is protected !!