
শরীয়তপুর জেলায় কর্মরত বিচারক বৃন্দের উপস্থিতে বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে ১ নভেম্বর মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের অফিস কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শরীয়তপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী জজ মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক স্বপন কুমার সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালেহুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু ইব্রাহিম সহ অন্যান্য বিচারকবৃন্দ।
উক্ত আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭২ সালে গৃহীত বাংলাদেশ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ২০০৭ সালের পহেলা নভেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। যার ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে। এখন দেশের বিচার বিভাগ একটি মাহেন্দ্রক্ষণ অতিক্রম করছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |