
আগামী ১৩ ও ১৪ই নভেম্বর শরীয়তপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২কে সামনে রেখে এ মেলা উপলক্ষ্যে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৮ই নভেম্বর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরিফুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তালুত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস ও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
এ প্রস্তুতিমূলক সভায় মোহাম্মদ পারভেজ হাসান বলেন, এই ডিজিটাল উদ্বোধনী মেলার উদ্দেশ্য হলো সকল প্রতিষ্ঠান ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম ডিজিটাল কার্যক্রমের আওতায় এসেছে কিনা? এবং যে দপ্তর ও প্রতিষ্ঠানগুলো ডিজিটাল কার্যক্রমের আওতায় এসেছে, তারা কিভাবে তার সেবা দিচ্ছেন তার উপস্থাপন করা। এরপর এ মেলার সুন্দর বাস্তবায়ন কিভাবে হবে, তা নিয়ে সকলের মতামত চান।
এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |