
শরীয়তপুর জেলার লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ০৩ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ। শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) স্বপন কুমার সরকার, সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তালুত , অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির , বেসরকারি কারা পরিদর্শক অনল কুমার দে, সরকারি কৌসুলি মোঃ আলমগীর মুন্সী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর ফিরোজ আহমেদ-সহ প্রমুখ।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।
একটি রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে উন্নিত হতে চাইলে সেই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হয়। দেশের দরিদ্র-অস্বচ্ছল নাগরিকদের আদালতের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করতে জাতীয় আইনগত সহায়তা আইন, ২০০০ প্রণয়ন করা হয়েছে। সকল নাগরিকের আদালতের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
উক্ত সভায় বিগত মাসিক সভার কার্যবিবরণী, অস্বচ্ছল ও সহায় সম্বলহীন বিচারপ্রার্থীর পক্ষে দাখিলকৃত আবেদনে প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদনসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |